সরওয়ার সাকিব।
কক্সবাজার শহরের গোলদিঘির পাড় সংলগ্ন সড়কে বিদ্যুৎ খুঁটি হেলে পড়েছে। ময়লা-আবর্জনা জমে জমে মরিচা পড়ে খয়ে গেছে স্টিলের তৈরি বিদ্যুতের খুঁটিটি। ঘূর্ণিঝড়ের ইয়াস এর প্রভাবে গত ২৫ মে তারিখে হেলে পড়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে আছে সড়কটি। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় খুঁটিটি একদম হেলে পড়েছে এবং যেকোন সময় তা রাস্তায় পড়ে বৈদ্যুতিক সংযোগ বিঘ্নিত হয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরও দেখা যায় দিয়ে খুঁটিটি হেলে পড়ার ফলে যান চলাচলে অসুবিধা হচ্ছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিমের জানাম দীর্ঘ সময় ধরে এ অবস্থা থাকলেও মেরামত করা হচ্ছে না এসব খুঁটি। ঝুঁকিপূর্ণ এসব খুঁটি দিয়েই টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন তার। একজন দোকান ব্যবসায়ী বলেন গত তিনদিন আগে এই বিদ্যুৎ খুঁটি হেলে পড়েছে এবং তারা আতঙ্কে দিন কাটছে। তাদের সকলের দাবি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ খুঁটি সংস্কার করার।