জিয়াউল হক জিয়া,স্টাফ রিপোর্টারঃ
চকরিয়ার সীমাবর্তী পার্বত্য লামায় গৃহবধু নুরে বিন তাসফিয়াকে শারিরীক নির্যাতনের মাধ্যমে হত্যা করে।দায়সারা হওয়ার জন্য পাষন্ড স্বামী মিরাজ নিজ স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে নাটকীয় অবস্থার সৃষ্টির করায়, খুটাখালীতে লাশের গাড়ী সামনে নিয়ে প্রতিবাদ মিছিল করেছে ২০২০সালের এসএসসি পরীক্ষার্থীরা।
সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আড়াই মাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।তাই অপি হত্যার বিচারের দাবীতে ১২ অক্টোবর কিশলয় স্কুল গেটের সামনে লাশ বাহির গাড়ী সামনে রেখে প্রতিবাদ মিছিল।
নিহত,নুরে বিন তাসফিয়া অসি(১৯) ওই এলাকার মোঃ মিরাজের স্ত্রী।আর মিরাজ অত্র ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিমের ছেলে।তবে নিহত গৃহবধূর চকরিয়ার খুটাখালী ইউপির ২নং ওয়ার্ডের স্কুল পাড়া গ্রামের নুরুন্নবীর মেয়ে।
প্রতিবাদ মিছিলে শিক্ষার্থীরা বলেন,আমাদের সাথে নিহত অপি যখন পড়াশোনা করত।তখন থেকে মেধাবী অপির স্বভাব চরিত্র ছিল,সকলের চেয়ে উত্তম ও ভাল চরিত্রের অধিকারী।এমন বোন কখনো কারো সাথে অন্যার করবে আমরা বিশ্বাস করি না।তাই আমাদের বিশ্বাস আমাদের বোনকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।অপি কখনো আত্মহত্যা করতে পারেনা।তার প্রমাণ অপির পরিবার বলেছেন,নিহত অপির শরীরে যথেষ্ট নির্যাতনের চিহ্ন রয়েছে।তাই ঘাতক স্বামী মিরাজের বিচার চাই।বিধায় সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন শিক্ষার্থীরা।
নিহত অপির বাবা নুরুন্নবী বলেন,আমার মেয়ে কেন এতবড় ঘটনা ঘটাল জানিনা।তবে আমার মেয়ের গায়ে শারিরীক নির্যাতনের যথেষ্ট চিহ্ন আছে এইটুকু জানি।আমার মেয়ে কে আমাদের এলাকায় মঙ্গলবার দিনে দাফন করেছি।আমি আমার মেয়ের মর্মান্তিক মৃত্যুর জন্য মামলা করার প্রস্তুতি নিয়েছি।