মঈন উদ্দিন মুরাদ:
কক্সবাজার সদরের খুরুশকুল লমাঝি পাড়া এলাকাস্হ গ্রামীণ ব্যাংকের সামনে থেকে দুই স্বর্ণ ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭৩ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ ১৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। আজ ০৬ জুন বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে এই ঘটনা ঘটে। স্বর্ণ ব্যবসায়ী রুবেল কান্তি নাথ জানান, আজ আনুমানিক ০৩ টার দিকে খুরুশকুল গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছলে তাদের গাড়ি গতিরোধ করে তাদের সাথে থাকা নগদ ৭৩ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এদিকে ঘটনার পরপরই কক্সবাজার সদর মডেল থানার এসআই শফিকুর রহমানের নেতৃত্বে সদর থানার একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার এসআই শফিকুর রহমান জানান,স্বর্ণ ও টাকা লুটের বিষয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোনের মাধ্যমে হঠাৎ খবর আসে খুরুশকুল লমাঝি পাড়াস্হ গ্রামীণ ব্যাংকের সামনে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, পরবর্তী উক্ত ফোন কলের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ ঘটনা এবং স্বর্ণ ও টাকা উদ্বারের বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা কাজ করছে।