রূপালী ডেস্ক।
কক্সবাজার সদরের খুরুশকুলের তেতৈয়া রফিকের ঘোনা এলাকায় সরকারি বনভূমি মুজিবনগর নাম দিয়ে জোরপূর্বক দখল করে অবৈধ বসতি স্থাপন পরবর্তী হামলার মামলায় খুরুশকুলের ইউপি সদস্য শেখ কামালসহ ৩ আসামি ঢাকা থেকে গ্রেফতার হয়েছে।
ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার (২৭ এপ্রির) দুপুরে রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রমতে, গ্রেফতার ব্যক্তিরা হলেন- খুরুশকুলের বাদশা মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন (৪০), তার ভাই শেখ কামাল মেম্বার (৩৮) ও মৃত নুরুজ্জামানের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৪১)।গত ২০ এপ্রিল কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করেন তেতৈয়া রফিকের ঘোনার মৃত হাজি আবুল হোছাইনের ছেলে রফিক আহমদ। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।