সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন রামুতে শিশু সাংবাদিকতা বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু!  কক্সবাজার চেম্বার অফ কমার্সের উদ্যোগে পর্যটক বান্ধব চালক কার্ড পেলো দ’শ চালক নাইক্ষ্যংছড়িতে অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার বাইশারীর বৃহত্তর নারিচবুনিয়া সমাজ কল্যাণ পরিষদের ৪৩তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন  দীপংকর তালুকদার কলেজ’এর নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ রাঙামাটিতে শহীদ কাশেমের গায়েবানা জানাজায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি পিএমখালীর সাধারণ মানুষের পছন্দের মার্কা ধানের শীষ: যুবদলের দ্বি—বার্ষিক সম্মেলনে ছৈয়দ নুর সওদাগর।

খুটাখালী বাজার ব্যবসায়ীর মতবিনিময় ও নতুন কমিটির পরিচিতি সভা-২১ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩২৯ বার পঠিত

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

চকরিয়া উপজেলার খুটাখালী বাজার ব্যবসায়ী ভাইদের মতবিনিময় ও বর্তমান বাজার পরিচালনা পরিষদ এর নতুন কমিটির পরিচিতি সভা-২১ইং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯অক্টোবর) সকাল ১১টার সময় খুটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাজার পরিচালনা পরিষদ এর নতুন কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন এর সভাপতিত্বে,মাষ্টার এস.এম.মনজুর আলম সঞ্চালনায়,পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয়েছে।

খুটাখালী বাজার পরিচালনা পরিষদ এর নতুন কমিটির পরিচিতিঃ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন (এক্স-মেম্বার),সহ-সভাপতি,এম বেলাল আজাদ,হাজী আবু তাহের,অলি আহমদ(মেম্বার),সাঈদ মোঃ শাহ জালাল,শামসুল আলম,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মিঠু,যুগ্ম-সাধারণ সম্পাদক,মনিরুল হক ভূট্রো,কোষাধ্যক্ষ নাছির উদ্দিন,প্রচাার সম্পাদকদ-মাষ্টার এস এম মনজুর আলম,সদস্য-আনোয়ার হোসেন(মেম্বার),আরাফাত রানা,হুমায়ুন কবির,মুসলিম উদ্দিন,গিয়াস উদ্দিন,মুহাম্মদ ইউনুছ,নুর মোহাম্মদ নুরী।

উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ী ভাইয়েরা বলেন,আমরা বাজারের নতুন কমিটিকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি।সে ক্ষেত্রে ব্যবসায়ী পক্ষ থেকে দাবী থাকবে যে,বাজারের নিরাপত্তা জোরদার করা,প্রহরী যুবক হতে হবে,সপ্তাহে নূন্যতম ৩/৪দিন বাজার পরিস্কার করে,বাজার পরিচ্ছন্ন রাখা,বাজারটি সিসি ক্যামেরা বসিয়ে নিয়ন্ত্রণের আওতায় আনা,বাজার থেকে কালো ব্যবসায়ী চিহ্নিত করে বন্ধ করা,বাজারের গণ-শৌচাগার নির্মাণ,বর্ষার পানি নিষ্কাশনের জন্য সর্বদা ড্রেইন পরিস্কার রাখা,কাঁচা মাছ ও মাংস ব্যবসায়ীদের উধ্বগতি দাম নিয়ন্ত্রণ করা,মহাসড়ক সংলগ্ন ভাসমান দোকান উচ্ছেদ করা,বাজার ভিতরের অলিগলিতে ছোট গাড়ী চলাচলের জন্য ব্যবস্হা রাখার দাবী জানিয়েছেন।

খুটাখালী বাজার পরিচালনা পরিষদ এর সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,যুগ্ম-সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ ও সকল সদস্যেরা বলেন,গেল মেয়াদর্ত্তীণ কমিটির শেষে চকরিয়া ইউএনও মহোদয়ের মনোনিত হিসেবে আমরা বাজার পরিচালনা পরিষদ বিবেচিত হয়েছি বলে,আজকের এই পরিচিত অনুষ্ঠিত হয়েছে।বিধায় আমরা নতুন কমিটির দায়িত্বশীলরা সিদ্ধান্তক্রমে বর্তমানে ৬জন প্রহরী নিয়োগ করেছি।একজন পরিচ্ছন্ন কর্মী থেকে আরোকজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিব।
সর্বদা ড্রেইন পরিস্কার রাখার ব্যবস্হা করা হবে।বাজার দ্রুত গণ-শৌচাগার বিনির্মাণ করা হবে।উধ্বগতি দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা থাকবে।সর্বপুরি বাজারটি উন্নয়নের কাজ করে মডেল বাজার উপহার দিব।তবে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন,বাজার প্রহরী বেতন,পরিচ্ছন্ন কর্মীর বেতন আদায়ের ক্ষেত্রে,আমরা বাজারের স্হানীয় দোকানপাটকে বিভক্ত করে,একটি মাসিক টাকা ধায্য করেছি।সুতরাং আপনারা যথাযথ সময়ে ধায্য টাকাগুলো আদায় করবেন।বেতন দিতে যদি আমরা ব্যর্থ হয়।তাহলে নিয়োজিত বেতনদারী কর্মীদের অবহেলায় আবারো যেকোন সময় অঘটন ঘটলে,আপনার আমাদেরকে দায় করবেন বলে কথাগুলো উত্তাপন করছি।এছাড়া সিসি ক্যামেরা বসিয়ে বাজারটি নিয়ন্ত্রণের আনার চেষ্টা থাকবে।মাদক মুক্ত ও কালো ব্যবসায়ী উচ্ছেদ কঠোর নজরদারি করা হবে।কারণ বাজার কমিটির দায়িত্বশীল কেউ বেতনভুক্ত নয়,বেতন পাবেনও না।স্বইচ্ছায় আমরা আপনারদের সহযোগিতাকারী হিসেবে থাকবো।আপনারাও আমাদেরকে সহযোগিতা করলে,বাজারের সুনাম অক্ষুন্ন রাখতে পারবো বলে উল্লেখ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs