চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী খালের চর দখল করে স্হাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়,মহাসড়ক হয়ে হাজীপাড়া-শান্তিবাজার গ্রামীণ সংযোগ সড়কে মধ্যখানে উত্তর পাড়াস্হ খালের চর দখল করে পাকাঁ দালান নির্মাণ কাজ চলমান।চর দখলকারী একই এলাকার আকবর আহমদের পুত্র রেজাউল করিম বলে জানান গেছে।স্হানীয়রা জানান,জায়গাটি খাস জায়গা ছিল।এর উত্তরের গ্রামীণ সড়কে লাগোয়া জায়গাগুলো তাদের খতিয়ানি জায়গা।তাই দখলদাররেরা তাদের জায়গার মাথাখিলা জমি দাবী করে জীবন ঝুঁকি নিয়ে পাকা দালান ঘর তৈরী করে চলছে।যেকোন সময় উজান থেকে আসা বর্ষার পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।তারা গ্রামের কারো উপদেশ মানছেনা বলে জানিয়েছেন।
দখলদার রেজাউল করিমের ভাই নুরুল ইসলাম জানান,গ্রামীণ সড়কের দক্ষিণে লাগোয়া খাল সংলগ্ন জায়গা হলেও,জায়গাটি দীর্ঘ অনেক বছর ধরে আমার পিতার ভোগদখলীয় জায়গা।তাছাড়া জায়গাটি আমার পিতার নামীয় জমির মাথাখিলা জায়গা। আবার বলে খতিয়ানি জায়গা।তাই আমার মাথা গোচার জায়গা না থাকায় এখানে ঘরটি করছি।নসিবে না থাকলে ভবিষ্যৎতে হারালে হারাবো।ততক্ষণ এখানেই থাকবো।তবে আমি তাদেরকে নিষেধ করছিলাম।
এবিষয়ে খুটাখালী ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার নুরুল হক বলেন,খালের চরের জায়গাতে জীবন ঝুঁকি নিয়ে ঘর করছে জেনেছি।তারা আমাকে জানাইনি।তবে জায়গাটি খাস জায়গা।যদিও বা উত্তরে পাশ্ববর্তী জায়গাটি তাদের খতিয়ানি।তাই তারা খতিয়ানের মাথাখিলা হিসেবে নিজেরা দাবী করে কাজটি করছে।এতে কেউ বাঁধা দিলে তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আছে।যার কারণে পরামর্শ দিলাম না।
এবিষয়ে চকরিয়া সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত-উত-জামান বলেন,বিষয়টি জানালেন ভালই হল।এটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।