শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় আ’লীগ নেতা ভূমিদস্যুর জামালগং থেকে জায়গা উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক উদ্ধার  আটক ১ জাবি কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ইমরান-বোরহান রাশেদের নিজ অর্থায়নে ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র  বিতরণ বেপরোয়া ট্রাকের ধাক্কায় সংবাদকর্মী  জীবন নিহত  ঘুমধুমে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ লামায় বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতির মৃত্যু  নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ মহা খুশি শীতার্ত মানুষ  খুরুশকুল ইউনিয়ন বিএনপি’র আংশিক কমিটির অনুমোদন লামায় ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া থানায় মামলা,ভিকটিম মামলার আসামী!

খুটাখালী ইউনিয়ন পরিষদের পুরুষ উদ্যোক্তা শওকতের বিরুদ্ধে দূনীর্তির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ১৫৪৮ বার পঠিত


জিয়াউল হক জিয়া।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের পুরুষ উদ্যোক্তা শওকতের বিরুদ্ধে”চকরিয়া উপজেলা নির্বাহী”অফিসার বরাবরে দূনীর্তির,অনিয়মের অভিযোগ দায়ের।
গত ২৫ এপ্রিল (রবিবার) দুপুর ২টার দিকে এই অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগকারীঃ-অত্র পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার অলি আহমদ।উক্ত অভিযোগে একমত পোষণে স্বাক্ষর করেন,১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রাজিয়া বেগম রাজু,৪,৫ ও ৬ সংরক্ষিত মহিলা মেম্বার ছালেহা পারভীন, ৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ফাতেমা বেগম সহ ১নং ওয়ার্ডের মেম্বার ছলিম উল্লাহ, ২নং ওয়ার্ডের মেম্বার এফ.এম.তারেকুল ইসলাম,৫নং ওয়ার্ডের মেম্বার মোঃনুরুল হক,৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার ওয়াসিম আকরাম,৮নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন ও ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ গিয়াস উদ্দিন।
অভিযোগপত্রে উত্তাপন করেন,খুটাখালী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পুরুষ উদ্যোক্তা হিসাবে কর্মরত মোঃ শওকত।তিনি সেবাদান কর্মকান্ড”জন্ম নিবন্ধন,মৃত্যূ সনদ,ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র সরবারহকালে বিভিন্ন জটিলতা দেখিয়ে কালক্ষেপন করে আড়াইশত টাকা থেকে হাজার টাকা উৎকোচ গ্রহণের ছড়াছড়ি অভিযোগ করিয়া আসছে ভূক্তভোগিরা।এই উদ্যোক্তার সীমাহীন দূর্নীতির,স্বজনপ্রীতি,সেবাগ্রহিতা ভূক্তভোগীরা হয়রানি হয়ে মেম্বারদের কাছে অবিযোগ করলেও,মেম্বারেরা শওকতের খুঁটির জোরের কারণে প্রতিবাদ করতে অপারগ।ফলে মেম্বারেরা সেবাদানে আপ্রাণ চেষ্টার পরেও শওকতের প্রধান অন্তরায় বাঁধাগ্রস্হ হয়।
এছাড়াও উদ্যোক্তা শওকতের ডিজিটাল সেবার অগোচরে বিচারকার্য,ট্রেড লাইন্সেস,জাতীয়তা সনদ তড়িৎগতিতে পেয়ে দিবে বলে প্রাপ্যের অধিক টাকা আদায় করে।এমনকি বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী সমূহ উত্তোলনে ব্যাংক এশিয়া এজেন্ট নিয়ে তালবাহনার,অনিয়ম ও অর্থ আত্মসাৎদের শেষ নেই।ফলে গরীর,অসহায় মানুষকে একাউন্ট খোলার নামে বেশী টাকা নেওয়া।সঠিক সময়ে আসা সরকারী ভাতা বিতরণে বিলম্ব।জৈনিক এক ভাতাভোগি একাউন্ট আসা সাত হাজার টাকা এসএমএস আসলেও উত্তোলনে সময় দেওয়া হয় তিন হাজার টাকা।বাকী টাকা আত্মসাৎ না হলে কোথায় গেল?এমন প্রমাণ শত-শত আছে।সর্বপুরি পরিষদের সকল কার্যক্রম তার মাধ্যমে হচ্ছে বলে বলে বেড়ায় এবং সে নাকি পরিষদের চালিকা শক্তি।সাধারণ জনগণ সহ জনপ্রতিনিধারা তার কর্মকান্ডে ও আচার আচারণে অসন্তুষ্ট।
অত্র অভিযোগটি সরকারী বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।
এবিষয়ে অত্র পরিষদের পুরুষ উদ্যোক্তা মোঃশওকত জানান,বয়স্ক,বিধবা,মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা প্রধানের ক্ষেত্রে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সেবার ওয়ার্ড পর্যায়ে র্মাসেল ব্যাংক এজেন্ট নির্ধারণ নিয়ে অভিযোগকারী মেম্বার অলি আহমদের সাথে আমার সামান্য ভুল বুঝাবুঝি হয়।তিনি এই ভুল বুঝাবুঝির উপর ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগের সকল বিষয়ে আমি নিখুঁতভাবে লিখিত আকারে ডকুমেন্ট অনুসারে জবাব দিতে প্রস্তুত আছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs