শেফাইল উদ্দিন, স্টাফ রিপোর্টার।
কক্সবাজার সরকারী কলেজের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ও জেলার প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক মোঃ নাজের প্রকাশ নাজের (৭৭)প্রফেসর আর নেই, (ইন্নালিল্লাহি… রাজেউন)
২ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ১১টার সময় ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন।
অধ্যাপক মোঃনাজের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া গ্রামের মরহুম ফজল করিমের ছেলে। তিনি তার স্ত্রী,২ ছেলে ২ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান ।
মরহুমের ভাতিজা ব্যাংকার খালেদ মোর্শেদ হিরু জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় কিশলয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অধ্যাপক নাজেরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঈদগাঁও প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদিতারা হলেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি শেফাইল উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালী, সহ-সভাপতি মোঃ তৈয়ব জালাল, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, যুগ্ম- সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, অর্থ সম্পাদক এম, আবু হেনা সাগর, সহ-অর্থ সম্পাদক এম, ছরওয়ার সিফা, সমাজ কল্যাণ সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলা উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি ইলি, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মফি, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কাওছার উদ্দিন শরীফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির হোসেন, সদস্য আশফাক উদ্দিন আরফাত, সদস্য মনছুর আলম, সদস্য রফিক উদ্দিন লিটন, সদস্য এনামুল হক ও সদস্য গিয়াস উদ্দিন।