জিয়াউল হক জিয়া
রাতে ধান পাহারা গিয়ে সকালে বাড়ী ফেরার পথে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বুনো হাতি আক্রমণে নবী হোছাইন(৬১) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বুধবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩৫মিনিটের দিকে ফুলছড়ি রেঞ্জের অধীনস্হ খুটাখালী বনবিটের তানঝুক কাটার ফুলবনিয়া এলাকার ২০১৪/১৫ সালের সামাজিক বনায়নের পাশে ধানী জমিতে হাতির আক্রমণের শিকার হন।
জানা যায়,নবী হোছাইন (৬১) অত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুন বাগিচা এলাকার মৃত নুরুল আমিন এর পুত্র। হাতির আক্রমণের বিষয়টি নিশ্চিত করে অত্র ওয়ার্ডের মেম্বার প্রার্থী শামসুল আলম ও হেডম্যান ছৈয়দ আহমদ জানান,প্রতিদিনের গতরাতে ধান পাহারা দিতে যায় নবী হোছাইন ।ইদানিং ধানক্ষেতে হাতির পাল বেশী আসে।সে জন্য ঘটনার দিন হয়তো সে সকালে বাড়ীতে না এসে একটু দেরীতে ফিরতে চাওয়ার উদ্দেশ্য অবস্হান করছিল।এমতাবস্থায় পিছন থেকে হাতির এসে সোঁর দিয়ে ধরে আচঁড়ে ফেলায় সে গুরুতর আহত।এসময় সে একবার চিৎকার করে বাচাঁও বলে ডাক ছুটে জ্ঞান হারায়।তার চিৎকার শুনে ভিলেজার এজাবত উল্লাহ দৌড়েঁ দেখতে যান।পরে সে ফোনে আমাদের কে খবর দিলে আমরা লোকজন নিয়ে বনে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি এখন চিকিৎসাধিন আছেন বলে জানিয়েছেন। এবিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান বলেন,আমার এলাকাতে হাতির আক্রমণে বৃদ্ধ নবী হোছাইন আহত হয়েছেন,সংবাদটি এই মাত্র শুনেছি।ঘটনাটি সত্য।বর্তমানে তিনি চিকিৎসাধিন আছেন।