চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার খুটাখালীতে অটোরিক্সা চালক মোঃ ওসমান(২৬) কে মারধর ও গাড়ী উল্টে দিয়ে ভাংচুর করার বিচারের দাবীতে খুটাখালী লামার বাজার অটোরিক্সা চালক একতা সমিতির পক্ষে থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে।
শুক্রবার (৮অক্টোবর) মাগরিবের নামাজের পরে খুটাখালী লামার বাজার এ প্রতিবাদি মিছিল করা হয়।
প্রতিবাদ মিছিলে সমিতির সভাপতি মোঃ হাসান,সেক্রেটারী নুরুল আবচার ও সমিতির উপদেষ্টা বশির আহমদ বলেন,শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় লামার বাজার থেকে ফুলছড়ি এলাকার মুফিজ,মোঃ কবির ও জামাল নামের যাত্রী নিয়ে রিক্সা চালক মোঃ ওসমান গন্তব্যস্হলে যাচ্ছিল।যাওয়ার পথে হাফেজ খানার ত্রি-মুখে একই ইউনিয়নের হেতালিয়া পাড়ার মৃত নুর হোসেনের পুত্র কাজল,মৃত রহমত উল্লাহ পুত্র রবিউল,রায়হান ও নাজির হোসেনের পুত্র সাদেকেরা এক-এক করে চলন্ত রিক্সা দাড়ঁ করিয়ে চেক করতেছে।হঠাৎ এমন দৃশ্য দেখে ওসমানের গাড়ীতে থাকা মুফিজ নামের যাত্রী বলল,ওসমান তুমি তাড়াতাড়ি গাড়ীটি ফিরিয়ে বাজারের দিকে চল।এখানে আমার জন্য বিপদ আসছে।তখন চালক ওসমান তার গাড়ী ফিরিয়ে বাজার আসার পথে দৌড়েঁ এসে কাজল ও তার বাহিনীরা গাড়ী থামিয়ে মুফিজকে মারধর করছে।এমতাবস্থায় গাড়ীর চালক তাদেরকে গাড়ীর উপর মারামারি না করে,গাড়ী থেকে নামিয়ে মারামারি কথা বলতে না বলতে তারা ওসমানকে বেদড়ক মারধর করেছে।পরে গাড়ীটি উল্টে দিয়েও ক্ষান্ত হননি।তারা ওসমানের গাড়ীটি ভাংচুর করেছে। অন্যায়ভাবে আমাদের অটোরিক্সা চালক ওসমানকে মারধর ও ভাংচুর করায়,আমার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর বিচারের দাবী জানাচ্ছি।ভবিষ্যতে যাতে এমন কোন অন্যায়,অত্যাচারের শিকার হতে না হয়।না হলে আমরা চালক সমিতির লোকেরা বিচার না হওয়া পর্যন্ত অবরোধ ঘোষণা করব।কারণ আমরা রিক্সা চালিয়ে নিজেদের সংসার চালায়।এ ঘটনার কারণে আজ ওসমান অসুস্থ তার গাড়ীও চলার অউপযোগী হয়ে আছে।এভাবে যদি ওসমান কয়েক দিন গাড়ী চালাতে না পারে।তাহলে ওসমানের চিকিৎসা ও পরিবারের খরচ চালাবে কে?তাই ঘাতক কাজলের অন্যায়ের বিচারের দাবী জানিয়েছেন বক্তারা।