মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
 সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুল সম্ভব -বাইশারীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার কাওছার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে : রামু সুজনের ইফতার মাহফিলে বক্তারা রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ লামায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের আত্মহত্যা পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার মহেশখালী প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাইশারী ইউনিয়ন যুবদল,ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাতারবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

খুটাখালীতে রিক্সার চালককে মারধর ও ভাংচুরের দায়ে প্রতিবাদ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলার খুটাখালীতে অটোরিক্সা চালক মোঃ ওসমান(২৬) কে মারধর ও গাড়ী উল্টে দিয়ে ভাংচুর করার বিচারের দাবীতে খুটাখালী লামার বাজার অটোরিক্সা চালক একতা সমিতির পক্ষে থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে।

শুক্রবার (৮অক্টোবর) মাগরিবের নামাজের পরে খুটাখালী লামার বাজার এ প্রতিবাদি মিছিল করা হয়।

প্রতিবাদ মিছিলে সমিতির সভাপতি মোঃ হাসান,সেক্রেটারী নুরুল আবচার ও সমিতির উপদেষ্টা বশির আহমদ বলেন,শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় লামার বাজার থেকে ফুলছড়ি এলাকার মুফিজ,মোঃ কবির ও জামাল নামের যাত্রী নিয়ে রিক্সা চালক মোঃ ওসমান গন্তব্যস্হলে যাচ্ছিল।যাওয়ার পথে হাফেজ খানার ত্রি-মুখে একই ইউনিয়নের হেতালিয়া পাড়ার মৃত নুর হোসেনের পুত্র কাজল,মৃত রহমত উল্লাহ পুত্র রবিউল,রায়হান ও নাজির হোসেনের পুত্র সাদেকেরা এক-এক করে চলন্ত রিক্সা দাড়ঁ করিয়ে চেক করতেছে।হঠাৎ এমন দৃশ্য দেখে ওসমানের গাড়ীতে থাকা মুফিজ নামের যাত্রী বলল,ওসমান তুমি তাড়াতাড়ি গাড়ীটি ফিরিয়ে বাজারের দিকে চল।এখানে আমার জন্য বিপদ আসছে।তখন চালক ওসমান তার গাড়ী ফিরিয়ে বাজার আসার পথে দৌড়েঁ এসে কাজল ও তার বাহিনীরা গাড়ী থামিয়ে মুফিজকে মারধর করছে।এমতাবস্থায় গাড়ীর চালক তাদেরকে গাড়ীর উপর মারামারি না করে,গাড়ী থেকে নামিয়ে মারামারি কথা বলতে না বলতে তারা ওসমানকে বেদড়ক মারধর করেছে।পরে গাড়ীটি উল্টে দিয়েও ক্ষান্ত হননি।তারা ওসমানের গাড়ীটি ভাংচুর করেছে। অন্যায়ভাবে আমাদের অটোরিক্সা চালক ওসমানকে মারধর ও ভাংচুর করায়,আমার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর বিচারের দাবী জানাচ্ছি।ভবিষ্যতে যাতে এমন কোন অন্যায়,অত্যাচারের শিকার হতে না হয়।না হলে আমরা চালক সমিতির লোকেরা বিচার না হওয়া পর্যন্ত অবরোধ ঘোষণা করব।কারণ আমরা রিক্সা চালিয়ে নিজেদের সংসার চালায়।এ ঘটনার কারণে আজ ওসমান অসুস্থ তার গাড়ীও চলার অউপযোগী হয়ে আছে।এভাবে যদি ওসমান কয়েক দিন গাড়ী চালাতে না পারে।তাহলে ওসমানের চিকিৎসা ও পরিবারের খরচ চালাবে কে?তাই ঘাতক কাজলের অন্যায়ের বিচারের দাবী জানিয়েছেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs