চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার খুটাখালীতে গভীর রাতের আধারে গোয়াল ঘর থেকে দেড় লক্ষ টাকা দামের ২টি গরু চুরি হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ২টার দিকে উপজেলার খুটাখালী পশ্চিম নয়াপাড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ গরুর মালিক ওই গ্রামের মৃত হাজী ফোরকান আহমদের পুত্র মামুনুর রশিদ। গরুর চুরির বিষয়ে বলেন,চুরি হওয়ার রাতে আমি রেল লাইনের ডিউটিতে ছিলাম।এই রাতে বৃষ্টি হয়েছিল। এ সুযোগে চুরেরা আমার গোয়াল ঘর থেকে ২টি গরু করে নিয়ে গেছে।আমার ধারণা,তারা গরুগুলো গাড়ীতে করে নিয়ে গেছে।চুরি করা পূর্বে তারা ঘরে দরজায় বাহিরে তালা লাগিয়ে দিয়েছে।সকালে আমি বাড়ীতে এসে গরু না এখবর শুনে চকরিয়ার অনেক জায়গায় খোজঁ খবর নিয়েছি,কিন্তু হদিস মিলেনি।এবিষয়ে আমি সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার প্রস্ততি নিয়েছি। জানা গেছে, গত একমাসে উক্ত পাড়া থেকে প্রায় ডজনাধিক গরু চুরি হয়েছে। এদের মধ্যে রয়েছে মাহাবুবুর রশিদের ১টি, মাওলানা আবু বক্করের ২টি, রিদুয়ানুল হকের ২টি, শাহাবউদ্দীনের ২টি, রুহুল কাদেরের ২টি ও আমির হোছনের ২টি। ক্ষতিগ্রস্হ মালিকেরা বলেন,আমাদের এলাকাতে যারা গরু পালিত করছে।সবাই আতঙ্কে রাত কাটাচ্ছে।কারণ গরু চুর সিন্ডিকেট এখন খুবই সক্রিয়।তারা বিভিন্ন ধরণের গাড়ী যোগে গরু নিয়ে যাচ্ছে।এলাকাতে কার বাড়ীতে গরু আছে।এমন সন্ধানদাতাও থাকতে পারে বলে সন্দেহ করছেন। গরু চুরি বিষয়ে চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি বলেন, থানায় গরু চুরির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।