শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় যাত্রীবাহী বাস আর সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-২ রামুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (আইডব্লিউআর) প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভা অনুষ্টিত হয়। বর্ণাঢ্য আয়োজনে সিবিআইইউতে পহেলা বৈশাখ পালন। রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। মহেশখালীতে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপির কর্মী নিহত, আটক-১। কাল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে উখিয়ারসেই ১৩ এসএসসি পরীক্ষার্থী রামুতে প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু। গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা মহেশখালীতে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন রামু সমিতির সাধারণ সভা ও পরিবারিক মিলনমেলা অনুষ্টিত

খুটাখালীতে যুবক অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে কুতুব উদ্দিন (৩২) নামের এক যুবককে অপহরণের খবর পাওয়া গেছে। গত শনিবার (২৭ এপ্রিল) রাতে বাড়ি থেকে বাজার করতে বের হলে খুটাখালী ইউনিয়নের কালা পাড়া শিয়ালরতম সংলগ্ন দোকানের সামনে থেকে ওই যুবক অপহরণের শিকার হন। ওই যুবকের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।
অপহৃত কুতুব উদ্দিন খুটাখালী ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া (২নং ওয়ার্ড) গ্রামের নুরুল আলমের ছেলে।
অপহরণকারীরা হলেন- খুটাখালী ইউনিয়নের পূর্ব পাড়া (৬নং ওয়ার্ড) এলাকার নুরুল আলমের ছেলে মোঃ ইছমাইল (৩০) ও একই ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া (২নং ওয়ার্ড) এলাকার ছৈয়দ আলমের ছেলে কলিম উল্লাহ (২৫)। এছাড়াও অজ্ঞাতনামা আরো ৪/৫জন রয়েছে।
ছেলেকে উদ্ধারের জন্য গতকাল রবিবার তাঁর বাবা বাদী হয়ে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অপহৃত কুতুব উদ্দিন দীর্ঘ দিনধরে আইন প্রয়োগকারী সংস্থাকে বিভিন্ন অবৈধ চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে গোপন সংবাদ প্রদান করে সহযোগীতা করে আসছে। কিছুদিন পূর্বেও রামু থানায় ইয়াবা ট্যাবলেট এবং অবৈধ সিগারেট ধরিয়ে দেন। এরপর ইছমাইল ও কলিম উল্লাহ অপহরণ করে নিয়ে খুন করে লাশ গুম করবে বলে হুমকি ধমকি ও ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল দুপুরে ইছমাইল ও কলিম উল্লাহ সহ অজ্ঞাতনামা আরো ৬/৭জন সন্ত্রাসী তার বসত ঘরে এসে ৫ লক্ষ চাঁদা দাবী করে। এসময় প্রতিবেশী লোকজনের বাধার মুখে পড়ে অপহরণকারীরা চলে যায়।

পরেরদিন ২৭ এপ্রিল রাতে কুতুব উদ্দিন দোকান হইতে কিছু বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে গেলে উৎপেতে থাকা অপহরণকরীরা সিএনজি গাড়ী ও অজ্ঞাতনামা ২টি মোটর সাইকেলে এসে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী মারধর করে সিএনজিতে করে তুলে নিয়ে য়ায়। এখনো তার কোন খোঁজ পাইনি পরিবার।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খুটাখালীতে এক যুবককে অপহরণ করেছে বলে একটি অভিযোগ পেয়েছি। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs