স্টাফ রিপোর্টার,কক্সবাজার:
চকরিয়া উপজেলার খুটাখালীর ছড়া সংলগ্ন ছড়িবিল নামক এলাকা থেকে অবৈধভাবে নিজের খতিয়ানি জমি থেকে বালু উত্তোলন করছে জসিম ও কামাল ড্রাইভার সিন্ডিকেট।অথচ তাদের নাম বাদ দিয়ে এলাকার নিরহ লোক ওই ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ সহ লিটন ও ইকবাল নামের গত ৮মে অবৈধ ও অনিবন্ধিত ফেসবুক পেইজ কক্স বার্তা টিভিতে সংবাদ প্রচার নামে অপপ্রচার করা হয়েছে।
প্রকৃত বালু উত্তোলনকারী জসিম উদ্দিন ড্রাইভার খুটাখালীর ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়ার মৃত ইসলাম আহমদের ছেলে ও কামাল ড্রাইভার একই এলাকার মৃত কবির আহমদের ছেলে।
বালু উত্তোলনে সংশ্লিষ্টহীন লোক মেম্বার নুর মোহাম্মদ জানান,খুটাখালী ছড়িবিল নামক এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন জসিম ও কামাল ড্রাইভার সিন্ডিকেটেরা।বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার জের ধরে অহেতুক সামজে আমাকে সম্মানহানি করার জন্য আমার প্রতিপক্ষ পরাজিত প্রার্থী যোগসাজশে কবির আহমদ,কামাল উদ্দিন,ছলিম উদ্দিন ও গিয়াস উদ্দিনেরা নিউজটি প্রকাশ করেছেন।আমি যতটুকু জেনেছি বা দেখেছি জসিম ও কামাল ড্রাইভার সহ অপপ্রচার বক্তব্যকারীরাই বালু ব্যবসা করেছে।এই কাজে আমি,লিটন আর ইকবাল জড়িত নেই।তাই আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বালু উত্তোলনে সংশ্লিষ্টহীন লিটন আর ইকবাল জানান,সংবাদকর্মী ভূল-বুঝিয়ে গোপনে আমাদের বিরুদ্ধে বালু উত্তোলনের দায় চাপিয়ে নিউজ করছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।জসিম ড্রাইভার নিজের জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।যখন প্রশাসন বালু উত্তোলন বন্ধ করে দিল।তখন সে প্রশাসনের চোখে আমাদেরকে খারাপ বানানোর লক্ষে যড়যন্ত্রমূলক নিউজ করল।প্রকৃতপক্ষে বালু উত্তোলনকারী কে? তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রহিল।কারণ জায়গাটি জসিমের পৈত্রিক সম্পদ,যার খতিয়ান নং-১৭৮।
এবিষয়ে জায়গার মালিক জসিম ড্রাইভার বলেন,বালু উত্তোলনের জায়গা আমার পৈত্রিক সম্পদ।আমি জায়গাটি কামাল ড্রাইভারকে বিক্রি করেছি।সেখান থেকে কামাল সহ কারা বালু উত্তোলন করছে জানিনা।তবে বালু উত্তোলনে মেম্বার নুর মোহাম্মদ,লিটন ও ইকবাল জড়িত নেই তা বলতে পারি।