শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে পুলিশ কনস্টেবলের দা এর কোপে যুবক আহত চকরিয়ায় সড়ক পাশে পড়ে থাকা রক্তাক্ত নারী পরিচয় মিলেছে পেকুয়ায় স্থানীয়দের উদ্যোগে খাল সংস্কার, জলবদ্ধতা নিরসন পেকুয়ায় ইঁদুর নাশক ট্যাবলেট খেয়ে কিশোরের মৃত্যু! রামু আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ইউনূস-তারেক বৈঠক এই মুহূর্তে রাজনীতির প্রধান ইভেন্ট : মির্জা ফখরুল হাইকোর্ট বিভাগের আইনজীবী হলেন টেকনাফের ফারজানা চকরিয়ায় সবুজবাগ ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাতলীর লাইট হাউজ রিসোর্টে রিয়াদ হত্যার ঘটনার প্রধান আসামী তানহা আটক গজালিয়াতে সেতু আছে, সংযোগ সড়ক নেই: প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা

খুটাখালীতে পূর্ব শত্রুতার আক্রোশে ব্যবসায়ীর উপর হামলা ও টাকা লুট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
চকরিয়া উপজেলার খুটাখালীতে ব্যবসায়ী উপর হামলা ও টাকা লুট করার দায়ে চকরিয়া থানায় রাত ১১টার দিকে ৬ জনের বিরুদ্ধে এজাহার নামীয় অভিযোগ করা হয়েছে।

গত ২৭ এপ্রিল রাত ৮টা ১৫মিনিটের সময় খুটাখালী কেন্দ্রীয় মসজিদের সামনে মহাসড়কের পাশে হামলা ও টাকা লুটে নেওয়ার এ ঘটনা ঘটেছে।

মামলার বাদী জিয়াবুল হক(২১) খুটাখালী বাজারের প্রকৃত গরু ব্যবসায়ী ও ৬নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার দরগাপাড়া সাকের মোহাম্মদ মিন্টু(জখমী)পুত্র।

এজাহার নামীয় অভিযোগে বাদী উল্লেখ করেন,মামলার বাদীর পিতা খুটাখালী বাজারের দীর্ঘদিনের প্রকৃত গরু ব্যবসা সহ ছোট-খাট ব্যবসা বাণিজ্য করে সাংসারিক জীবিকা নির্বাহ করেন।হঠাৎ পূর্ব শত্রুতার আক্রোশে মঙ্গলবার রাত ৮টা ১৫মিনিটের সময় ব্যবসার কাজ শেষে নামাজের পড়ার জন্য মসজিদের সামনে মহাসড়কে পৌছে।এমতাবস্হায় পূর্ব পরিক্লপিত ভাবে আমার পিতা ধারলো দা,কিচির,লোহার রড়,হাতুঁড়ি ও শক্ত কাঠ দ্বারা হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কুপ আর বারি মেরে লুটিয়ে ফেলে।এসময় তারা আমার পিতা কাছে থাকা ব্যবসার ১লক্ষ ৫০হাজার ২শত টাকা লুটে নিয়ে যায়।পরে বাজারের লোকজন সহ আমরা খবর পেয়ে দৌড়ে গিয়ে আমার পিতাকে উদ্ধার পূর্বক দ্রুত চিকিৎসার জন্য চকরিয়া স্বাস্হ্য কমপ্লেক্স এনে চিকিৎসা দিই।হামলাকারীরা হলেন,খুটাখালী ইউপির ৯নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের মৃত মৌলভী সোলতান আহমদের পুত্র সামশুদ্দিন(৪৫),একই ইউপির ৬নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের আব্দু রহমানের পুত্র অভি(২২),মৃত আব্দু সোবহানের পুত্র আব্দুর রহমান(৪০),হেলাল উদ্দিনের পুত্র মোঃঅমিত(২০),মোঃরফিকের পুত্র মোঃসাকের(২২) ও মৃত আব্দু সোবহানের পুত্র সালাহ উদ্দিন(৩৫)।

উল্লেখ্য,খুটাখালী ছড়া খালের বালু মহালে বাকবিতান্ডা আক্রোশ আত্মীয় স্বজন উপর ঝাপিয়ে পড়ল।আহত হল নিরপেক্ষ নিরহী লোক।দীর্ঘ যৌথ বালি ব্যবসায়ীদের মাঝে ভুল-বুঝাবুঝি টেনে নিয়ে ঘরে ইয়াং ছেলেরা বিরোধপূর্ণ পরিস্হিতি তৈরী করেছে বলে স্হানীয়রা বলেন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs