চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় বিয়ের আসর শেষে বাড়ী ফেরার পথে ছোট পুকুরের পানিতে পড়ে তাজমিনা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এসময় আরো দুই শিশুকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় খুটাখালী ইউপির ৮নম্বর ওয়ার্ড দরগাহ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাজমিনা আক্তার (৮) অত্র গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। মৃত্যুের বিষয়টি নিশ্চিত করে অত্র ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বলেন,পরিবারের লোকের সাথে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সরে বাড়ী ফেরার পথে তাজমিনা তার তার দুই বন্ধু সিফাত ও শাহরিয়ারকে নিয়ে ছোট পুকুরে নেমে খেলা করছিল। হঠাৎ তাজমিনা পানিতে ডুবে যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে সহপাটি দুইজনই ডুবার উপক্রম হয়।পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করলে তাজমিনা মারা যায়।বাকীদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।