জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের,চকরিয়াস্হ ফুলছড়ি রেঞ্জাধিন,খুটাখালীতে অবৈধ বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ১টি ড্রেজার ও ১০০ ফুটের অধিক পাইপ জব্দ করেন সংশ্লিষ্ট বনবিভাগ।
রবিবার শেষ বিকেলে খুটাখালী বনবিটের সংরক্ষিত বনাঞ্চল পাগলির বিল নামক স্হান থেকে এসব জব্দ করা হয়েছে।
বিটকর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে,বিষয়টি তাৎক্ষণিক উধ্বর্তন কতৃপক্ষকে জানায়।তখন ডিএফও স্যার,এসিএফ স্যারের নির্দেশনায়,অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা মোঃ হুমায়ুন আহমেদ।
অভিযানকালে পাগলির ছড়ার একপাশে বসানো ১টি ড্রেজার ও ১০০ফুট পাইপ জব্দ করা হয়েছে।অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।সোমবার সারা দিন বালু উত্তোলনকারী কারা খবর নিতে গিয়ে জুবায়ের নেতৃত্বে বালু তোলা হচ্ছে বলে জেনেছি।সুতরাং বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।কারণ বনবিভাগ বালু উত্তোলনের বিরুদ্ধে সুচ্চার।বিধায় অভিযান অব্যাহত রাখা হয়েছে।
অভিযানে রেঞ্জ অফিসের স্টাপ,খুটাখালী ও মেদাকচ্ছপিয়া বনবিটের স্টাপগণ উপস্থিত ছিলেন।