শেফাইল উদ্দীন।
কক্সবাজার সদরের খুরুশকুল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেলো আরো একটি তরতাজা প্রাণ। । শুক্রবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোহাইবুল ইসলাম ইফাদ (২৫)ঈদগাঁও থানাধীন পোকখালীর গোমাতলী চরপাড়ার নুরুল কবিরের ছেলে।
সে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট ছিল।
নিহত তরুণের নানা দিদারুল ইসলাম জানান, শোয়াইবুল ইসলাম ইফাদ তার নতুন কর্মস্থল ঈদগাঁও যেতে কক্সবাজার শহরের বাসা থেকে মোটর সাইকেল যোগে বের হয়।
খুরুশকুল সেতু পৌছার মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে ইফাদ গুরুতর আহত হয়।
পথচারীরা উদ্ধার করে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ইফাদ এক সন্তানের জনক। বিগত রমজান মাসের শেষ দিকে ইফাদ ঈদগাঁও বাজার মাতব্বর মার্কেটের দ্বিতীয় তলায় নতুন একটি ল্যাব উদ্বোধন করে ।এদিকে মুহুর্তেই তরতাজা এ পরিচিত তরুণের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে আসে।রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ইউনিয়ন হাসপাতাল থেকে পৈত্রিক এলাকায় দাফনের জন্য নিয়ে যেতে প্রস্তুতি চলছিল