স্টাফ রিপোর্টার,উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে ৮ এপিবিএন। বুধবার ( ২৬ জানুয়ারি ২০২২) ভোর রাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান। আটক রোহিঙ্গা যুবক উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের মৃত আহম্মদ হোসেনের ছেলে হামিদ হোসেন (৩৩)। পুলিশ সুপার শিহাব বলেন, বুধবার ভোর রাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা জনৈক ব্যক্তির বসত ঘরে মাদকের চালান মজুদের খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক বসত ঘরটি ঘেরাও করলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। এসময় ঘরটিতে তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ হাজার ইয়াবা সদৃশ এ্যামফিটামিন ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন এর অধিনায়ক শিহাব কায়সার।