………………..
শফিকুল জান্নাত জিহা মনি
..
সবুজের ঘেরা এই আমাদের দেশে,
অধিকাংশই কৃষক বসত করে,
ফসলের মাঠে, ফসলের হাসিতে,
কৃষক ও হাসে।
আমাদের খাদ্যের চাহিদা পূরণে,
কৃষক অপ্রাণ চেষ্টা করে,
মাঠে ফসল ফলে,
অধিক ফলন দেখে কৃষক হাসে।
জমিতে অধিক ফলন হলে,
নিঃসন্দহে আমাদের খাদ্যের চাহিদা পূরণ হবে,
আমাদের এই কৃষি প্রধান দেশে,
ফলন দেখে কৃষকরা হাসে।
মাঠে পাকা ধানের ছড়াছড়ি,
আর ক্ষেতে ফসলের দোল খাওয়া দেখে,
কৃষক হাসে, জনসাধারণ হাসে,
দেশ হাসে।
ফসলের সৌন্দর্য দেখে মাঠে,
কৃষক কৃষানি আনন্দে ওঠে মেতে,
কৃষকের মুখে থাকে হাসি,
কৃষানির পান থাকে মুখ ভর্তি।
কৃষি প্রধান আমাদের দেশকে,
কৃষক কৃষানি আমাদের দেশের মানচিত্রে,
কৃষিকে দিয়েছে এঁকে,
কৃষকের হাসিতে দেশ হাসে।
সারা বছর ঝড়ে ভিজে,
রৌদ্দে পুড়ে,
আমাদের খাদ্যের চাহিদা পূরণে,
কৃষক ফসল বুনে।
জমিতে ভালো ফসল হওয়ার আনন্দে,
কৃষক হাসে,
কৃষানির পানের বাটি থাকে সাথে,
কৃষকের হাসিতে দেশ হাসে।
…………………..
শফিকুল জান্নাত জিহা মনি,
নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়
এস এস সি পরীক্ষর্থী ২০২১
বিজ্ঞান বিভাগ।