মিজানুর রহমান
কুতুবদিয়ায় সাগর চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর ) সকাল ৯টার দিকে কুতুবদিয়ার চ্যানেলে এ অভিযান চালিয়ে ৭টি বেহুন্দি জাল জব্দ করে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের প্রথম দিনে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিস। পরে অবৈধ জব্দকৃত জালগুলো দুপুর ১২টার দিকে বড়ঘোপ ঘাটে জনসম্মুখে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, মহি উদ্দিন, কোস্টগার্ডের একটি দল।