মিজানুর রহমান
কুতুবদিয়ায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ পালন করেছেন কুতুবদিয়া উপজেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও হত্যা করেন। দিবসটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরী। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেনসহ শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ দিবসে উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন। অপরদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।