মিজানুর রহমান
কুতুবদিয়ার সাগরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম ফরিদুল ইসলাম। রবিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় রাজধানী ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফরিদুল ইসলাম উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের মশরফ আলী বলী গ্রামের আলী আহমেদের ছেলে বলে জানান ট্রলার মালিকের পত্নীর ভাই ও ইউপি সদস্য মো. হোছাইন। তিনি আরও জানান, নিহত ফরিদুল ইসলামে লাশ কুতুবদিয়ায় আনা হচ্ছে। আজ (সোমবার) সকালে কুতুবদিয়ায় পৌছবে। জানাজা নামাজের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান। উল্লেখ, গত ৩০ অক্টোবর রাতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ফরিদুল ইসলামসহ ৮ জন আহত হয়। তাদেরকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে সাগর ও মামুনকে ছাড়পত্র দেয়া হয় এবং ফরিদুল ইসলাম সহ তিনজনকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। সেখানেই ফরিদুল ইসলামের মৃত্যু হয়। আহত অপর ৫ জন চিকিৎসাধীন।