মিজানুর রহমান
কুতুবদিয়ায় পানিতে ডুবে আবিদ নামের (২) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সন্ধা ৫.৩০ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আবিদ ওই এলাকার মিজানের ছেলে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৫.৩০ এ বাড়ীর উঠানে খেলছিল শিশুটি। একপর্যায়ে বাড়ীর লোকজনের অগোচরে সে বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। স্থানীয়রা আবিদকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।