নিজস্ব প্রতিনিধি ( কুতুবদিয়া)
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে সায়মা নামক এক শিশুর মৃত্যু এবং অপর এক শিশু মুবিনাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়মা (৫) একই গ্রামের মো. রমিজের মেয়ে এবং মুবিনা (৬) ফোরকানের মেয়ে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়া গ্রামের মো. রমিজের মেয়ে সায়মা ও ফোরকানের মেয়ে মুবিনা বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামলে এক পর্যায়ে দু’ শিশু তলিয়ে যায় পানিতে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনুল হক সায়মাকে মৃত ঘোষণা করেন। অপর শিশু মুবিনাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।