মিজানুর রহমান
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২ মে) সকাল ৭টার দিকে কৈয়ারবিল ঘিলা ছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে ঐ গ্রামের নাছির উদ্দিনের শিশু পুত্র হাবিব (২) বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসাক শিশুটিকে মৃত বলে জানান।
এ বিষয়ে কুতুবদিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।