মিজানুর রহমান :
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে হেফাজ উদ্দীন (আড়াই বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল হাদি সিকদার পাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। শিশু হেফাজ উদ্দীন ওই গ্রামের আনসার উদ্দীনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন।
হেফাজ উদ্দীন বাড়ীর লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা হেফাজ উদ্দীনকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।