মিজানুর রহমান
কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর ) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া এলাকার আহমদ কবিরের ছেলে। স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়ার মুহাম্মদ (২ বছর) বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।