নিজস্ব প্রতিনিধি( কুতুবদিয়া)
কুতুবদিয়ায় মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের জোবাইর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট ) সকাল ৮টার দিকে মধ্যম কৈয়ারবিল মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামের বাহাদুরের পুত্র আড়াই বছরের শিশু জোবাইর তার মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে আসে একই উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সবার অজান্তে নানার বাড়ীর পাশে পুকুরে শিশু জোবাইর ডুবে যায়। পরে, বাড়ির লোকজন জোবাইরকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. শরিফ তাকে মৃত বলে ঘোষণা করেন।