মিজানুর রহমান।
কুতুবদিয়ায় পরিত্যক্ত অবস্থায় ৭টি বস্তা ভর্তি জাহাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে পুলিশ। এ সময় জাহাজের রশি পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াইজ্যার পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মকবুল হোছাইন বকুল ও নিয়ামত উল্লাহর নেতৃত্বে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওয়াইজ্যার পাড়ায় পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। ওই এলাকার নেজাম উদ্দিনের বাড়ীর সামনে পরিত্যক্ত অবস্থায় ৭টি বস্তা ভর্তি জাহাজের ব্যবহারিত রশি উদ্ধার করা হয়। পরে, এসব বস্তা ভর্তি রশি আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার।