সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় আ’লীগ নেতা ভূমিদস্যুর জামালগং থেকে জায়গা উদ্ধারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক উদ্ধার  আটক ১ জাবি কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ইমরান-বোরহান রাশেদের নিজ অর্থায়নে ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র  বিতরণ বেপরোয়া ট্রাকের ধাক্কায় সংবাদকর্মী  জীবন নিহত  ঘুমধুমে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ লামায় বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতির মৃত্যু  নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ মহা খুশি শীতার্ত মানুষ  খুরুশকুল ইউনিয়ন বিএনপি’র আংশিক কমিটির অনুমোদন লামায় ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া থানায় মামলা,ভিকটিম মামলার আসামী!

কুতুবদিয়ায় ট্রলারে বিস্ফোরণ— দু’জনের ছাড়পত্র, সংকটাপন্ন ৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২২৫ বার পঠিত

মিজানুর রহমান

কুতুবদিয়ার সাগরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৯ জন মাঝি-মাল্লা আহত হয়েছেন। তারমধ্য, সাইফুল ইসলাম (২২), ফরিদুল ইসলাম (৪৩), নুরুল হোছাইন (৩৫), মিনহাজ (১৪), দিলশাদ (২০), জিসাদ (১৭), সাগর (২৫) ও মামুন (২৪)সহ ৮ জন। মামুন ও সাগরকে ছাড়পত্র দেয়া হয় এবং বাকি ৬ জনের অবস্থা সংকটাপন্ন। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের মদিনারপাড়া সংলগ্ন সাগরে এ দূর্ঘটনা ঘটে। মাছ ধরা ট্রলারটি গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করে কুতুবদিয়ায় ঘাটে ফিরছিলেন।ট্রলারটিতে ড্রাম ভর্তি তেল থাকায় আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ট্রলার মালিক আনসার উল্লাহ কোম্পানি ও তার ছোট ভাই স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার জানান, ট্রলারে ১৬ জেলের মধ্যে ৯ জন আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দক্ষিণ ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ জানান, কুতুবদিয়ায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দগ্ধ ৬ মাঝিমাল্লার অবস্থা সংকটাপন্ন বলে জানান। এব্যাপারে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, কুতুবদিয়ায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে প্রথম ৬ জনের সংকটাপন্ন। আহতরা হলেন- সাইফুল ইসলাম (২২) ৮১ শতাংশ, ফরিদুল ইসলাম (৪৩) ৬৪ শতাংশ, নুরুল হোছাইন (৩৫) ৫৫ শতাংশ, মিনহাজ (১৪) ৪৮ শতাংশ, দিলশাদ (২০) ৪৭ শতাংশ, জিসাদ (১৭) ৪৭ শতাংশ, সাগর (২৫) ১১শতাংশ এবং মামুন (২৪) ১৪ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাগর ও মামুনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার ও উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs