মিজানুর রহমান।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিক্ষায় শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে নমুনা সংগ্রহের ৫ মিনিটের মধ্যে পাওয়া যাবে ফল।
বুধবার (৭ জুলাই) র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে প্রথম দুজনের নমুনা সংগ্রহের পর তা পরিক্ষা করা হয়েছে। তার মধ্যে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিন্দা পাড়ার মাষ্টার আবুল কাসেমের (৮৫) করোনা পজিটিভ আসে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ভাবে ১৫০টি কিট এসেছে। সপ্তাহে প্রতিদিন এ কার্যক্রম চলবে বলে জানান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল হাসান।
তিনি জানান, কুতুবদিয়া একটি গুরুত্বপূর্ণ এলাকা। সবার সুবিধার্থে এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে।