মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার ২১শে অক্টোবর নিজেদের আত্মপ্রকাশ করেতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন বাতিঘর শিল্পীগোষ্ঠী।
সন্ধ্যা ৮.৩০ মিনিট থেকে নিজেদের ফেসবুক ফেইজ হতে লাইভ সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন একুশে পদক প্রাপ্ত নাট্যজন,নাট্যব্যক্তিত্ব ও সংগঠক আহমেদ ইকবাল হায়দার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সঙ্গীতজ্ঞ আবদুর রহিম, উপস্থিত থাকবেন শিক্ষক ও লেখক-গবেষক, মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির।
সাথে উপস্থিত থাকবেন বাতিঘর শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা আলা উদ্দিন তাহের (বিশিষ্ট সংগীত শিল্পী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন), সমীর শীল
(সংগীত শিল্পী, শিক্ষক ও উপদেষ্টা “বাতিঘর শিল্পীগোষ্ঠী “), আ.ন.ম মাঈন উদ্দিন(শিক্ষক)।
অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করবেন বাতিঘর শিল্পীগোষ্ঠীর প্রধান সমন্বয়ক মাসউদ আহমেদ। আর উপস্থিত থাকবেন সংগঠন প্রধান সহ সমন্বয়ক শমসেরের নেওয়াজ মুক্তা।
”প্রতিভাবানদের স্বপ্নপূরণে সংস্কৃতির লালন, চর্চা,উন্মেষ, প্রসার,আধুনিকায়ন ও সাংস্কৃতিক আন্দোলন” লক্ষ্যকে সামনে নিয়ে যাত্রা শুরু করবে “বাতিঘর শিল্পীগোষ্ঠী।”