মিজানুর রহমান :
কুতুবদিয়ার সদর বড়ঘোপে মনোয়ারখালী গ্রামের মো. জুবায়ের বসত ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়েছে । আগুন দেখে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ক্ষতিগ্রস্তদের মামা কৈয়ারবিল ইউপি সদস্য শামসুল আলম জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জুবায়ের বসতঘরের পাশে গরুর খড়ে আগুন লাগে। মুহুর্তেই আগুনের ব্যাপকতা বেড়ে তার বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা-পয়সা এবং তাদের ব্যবহারিত অলংকার সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর এলাকাবাসী আগুন নেভানোর কাজে অংশ নেন। তারা কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী (ভুমি) কমিশনার খোন্দকার মাহমুদুল হাসান, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।