মিজানুর রহমান
কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথায় আজম সড়কের রফিকের দোকানের পাশে শিশুটির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে, পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপপরিদর্শক মকবুল হোছাইন বকুল ও আব্দুল্লাহ আল ফারুকসহ পুলিশের একটি দল এসে শিশুর মৃতদেহটি উদ্ধার করেন।
দরবার রাস্তা মাথার বাজারের নৈশ প্রহরী শাহাবুদ্দিন জানান, গত রাত ৩ টায় একটি মাহিন্দ্রা গাড়ী এসে একটু থেমে ধূরুং বাজারের দিকে চলে যেতে দেখেছি। গাড়িটিকে দাড়ানোর জন্য সংকেত দিলে রফিকের দোকানের সামনে ধীর গতিতে ছিল। পরে গাড়িটি দ্রুত চলে যায়। এব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার জানান, নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শিশুটি কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে।