কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কুতুবদিয়ার অদূরে সাগরে ২২ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারের সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে অদূর সাগরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ট্রলারের মালিক মো. কাইসার আলম।
জেলেরা জানান, গতকাল বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহারুম সিকদার পাড়ার মো. কাইসার আলমের মালিকানাধীন এফবি আব্দুল্লাহ নামের ট্রলার। পথে সাগরের ঢেউয়ের তোড়ে ২২ মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলার মালিক মো. কাইসার আলম জানান, মঙ্গলবার দিবাগত রাতে অন্য একটি ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তার ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধারের কাজ চলছে। ট্রলার থাকা মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বলে জানান।
মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলারটি পাওয়া যায়নি।