কুতুবদিয়া(কক্সবাজার)প্রতিনিধি:
কুতুবদিয়ায় সাগর তীরে জেলে আনছারুল করিম (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪ ঘন্টা পর সোমবার(৮ জুলাই)বিকাল ৫টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী জেটিঘাট এলাকার সাগর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনছারুল করিম কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মগলাল পাড়া এলাকার মৃত সাইফুল হকের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার (ওসি) মো. গোলাম কবির। তিনি বলেন, জেলে আনছারুল করিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
জেলে ও প্রত্যক্ষদর্শীরা জানান,৮ জুলাই(সোমবার) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী জেটি ঘাটে সাগর তীরে আব্দুর রহিম (প্রকাশ বাদশা) কোম্পানির মাছ ধরার নৌকা থেকে সাঁতার কেটে কুলে আসেন আনছারুল করিম। কিন্তু তার মোবাইল ও মানিব্যাগ পেলে আসায় সে পুনরায় সাঁতার কেটে নৌকায় উঠেন। নৌকায় উঠার কিছুক্ষণ পর ওই জেলে ঢলে সাগরে পড়লে স্রোতের টানে তলিয়ে যায়।
সোমবার বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম।