কুতুবদিয়া প্রতিনিধি :
কুতুবদিয়া সিটিজেন পার্ক স্পোর্টস ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টূর্ণামেন্ট ৩য় প্রয়াসের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা সদরের সিটিজেন পার্ক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে কুতুবদিয়া সিটিজেন পার্ক স্পোর্টস ক্লাবের আহবায়ক শাখাওয়াত হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কুতুবদিয়ার আহবায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক এম. শহীদুল ইসলাম।
সংগঠনের সদস্য মো. সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়ার নবারুন সংঘের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নুর মেহাম্মদ, নবারুন সংঘের ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা হাছান মুরাদ, সিটিজেন পার্ক স্পোর্টস ক্লাবের যুগ্ম আহবায়ক আকতার হোসেন বাতু, শিক্ষক আমিনুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দরা।
তরুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান অতিথি এম. শহীদুল ইসলাম বলেন, আগামী প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা আরো ভালো হবে। শারীরিক ভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। খেলাধুলা করার ফলে শরীর মন যেমন ভালে থাকে ঠিক তেমনি ভাবে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করবে। বর্তমানে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমে আসছে। যেই দু-একটি মাঠ আছে সেগুলোও ময়লার ভাগাড়ে পরিণত। পর্যাপ্ত মাঠ না থাকা ও মাঠের যথাযথ পরিচর্যার অভাব খেলাধুলা কমছে।
তিনি আরো বলেন, দ্বীপের প্রতিটি এলাকায় পরিত্যক্ত জায়গা কিংবা ময়লার ভাগাড় পরিস্কার করে খেলার মাঠ তৈরীতে পরিবেশবাদী সংগঠন ধরা পাশে থাকবে এবং খেলোয়াড়সহ ক্রীড়া আগ্রহীদের সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশ্বাস দেন। এসময় ধরা কুতুবদিয়া উপজেলা শাখার পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন।
পরে, প্রধান অতিথি সরোয়ার ফুটবল একাডেমী বনাম আমিন টেইলার্স ফুটবল একাডেমীর মধ্যেকার আজকের উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী ম্যাচে দুটি টিমের খেলোয়াড়, কর্মকর্তারা সহ সর্বস্তরের শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারী মো. হুমায়ুন।