কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বৃক্ষরোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি, উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে মাসব্যাপি বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি ২০২৪ শুরু হয়েছে।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই), ওয়াটারকিপার্স বাংলাদেশ, মিশন গ্রিন বাংলাদেশ এবং কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ) এর আয়োজনে ৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে গাছ রোপন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধুরী।
মাসব্যাপী গাছের চারা রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, বিশেষ অতিথি কুতুবদিয়া থানার ওসি আলমগীর কবির, কুতুবদিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর খান, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল জহিরুল ইসলাম, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কুতুবদিয়া উপজেলার আহবায়ক, এম. শহীদুল ইসলাম, সদস্যসচিব শাহেদুল ইসলাম মনির, যুগ্ম সদস্যসচিব মাস্টার মিজানুর রহমান, দাউদ, হানিফ, পারভেজ, শাখাওয়াত, তৌহিদ প্রমূখ।
পরে কর্মসূচির আওতায় কুতুবদিয়া থানা প্রাঙ্গনে গাছ রোপন করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্বীপ উপজেলা কুতুবদিয়া পরিবেশগত সংকাটাপন্ন, তাই দ্বীপের আনাচে কানাচে সর্বত্রে বৃক্ষরোপন কর্মসূচি জোরদার করার আহবান জানান।
এ সময় স্কুল- কলেজের শিক্ষক -শিক্ষার্থীসহ পরিবেশবাদি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় পাঁচশ শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরন করেন।
একইদিন বেলা ২ টার সময় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নেতৃবৃন্দ আলী আকবর ডেইল কুতুব আউলিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপন করেন এবং দু শতাধিক শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরন করেন।
এ সময় কুতুব আউলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রবীন আলেম মাওলানা আজিজুল হক ছিদ্দিকী, সুপার আবুল আনচার ছিদ্দিকী, সিনিয়র শিক্ষক মৌলভী কামাল হোসেন, মাস্টার মোজাম্মল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।