নিজস্ব প্রতিনিধি
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মো: শাওয়ান নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোব) বিকাল ৫টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্ল্যার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের জসিম উদ্দিনের পুত্র। এব্যাপারে উত্তর ধূরুং ইউপি সদস্য ইমরুল ফারুক জানান, মো: শাওয়ান খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।