মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
 সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুল সম্ভব -বাইশারীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার কাওছার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে : রামু সুজনের ইফতার মাহফিলে বক্তারা রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ লামায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের আত্মহত্যা পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার মহেশখালী প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাইশারী ইউনিয়ন যুবদল,ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাতারবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুতুবদিয়ায় পানামা পতাকাবাহী বিদেশী বানিজ্যিক জাহাজ আটক করেছে কোস্ট গার্ড

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পঠিত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় বহির্নোঙ্গরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানী তেল সংগ্রহের সময় পানামা পতাকাবাহী বিদেশী বানিজ্যিক জাহাজ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম—উল—হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শনিবার কক্সবাজার কুতুবদিয়া বহির্নোঙ্গর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা রুটিন টহলকালীন লক্ষ করে যে, একটি সন্দেহজনক বাংলাদেশী ওয়েল ট্যাংকার ‘ওটি ইউনিয়ন’, পানামা পতাকাবাহী একটি বিদেশী বানিজ্যিক জাহাজ ‘MT DOLPHIN-19’  হতে জ্বালানী তেল আদান প্রদান করছে।

পরবর্তীতে, কোস্ট গার্ড টহল দল জ্বালানী তেল গ্রহীতা বিদেশি জাহাজ এবং জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকার এ অবস্থানরত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জাহাজদ্বয় বহির্নোঙ্গরে নোঙ্গর করা এবং জ্বালানী তৈল সংগ্রহ কিংবা প্রদানের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

জানা যায়, উক্ত বিদেশী জাহাজটির মোংলা বন্দরে গমনের কথা থাকলেও জাহাজটি উক্ত দিন সকাল ৭ টায় কুতুবদিয়া বহিঃনোঙরে নোঙ্গর করে। অতঃপর, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস্ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশী জাহাজটি অবৈধ ভাবে উক্ত দিন সকাল ৭টা হতে দুপুর ০২ টা পর্যন্ত বর্ণিত ওয়েল ট্যাংকার থেকে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে। যার ফলশ্রুতিতে, বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হয়। কোস্ট গার্ড বিদেশী জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে নিয়ে আসে।
তিনি আরও বলেন, উল্লেখ্য, জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকারটি বর্তমানে ০৯ জন ক্রুসহ কোস্ট গার্ড এর তত্ত্বাবধানে রয়েছে। এই প্রেক্ষিতে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে উক্ত জাহাজদ্বয়ের আর্থিক জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs