রিয়াজ উদ্দিন:
গত ১৫দিন আগে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে আওয়ামীলীগের দায়ের করা নাশকতা মামলায় ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো: হারুনর রশিদকে অন্যায় ভাবে আটক করে পুলিশ। দেশে আ‘লীগ সরকার পতনের পর ছাত্র, বিএনপি সহ অন্যান্য দলের নেতাকমীর্দের আসামী করে আদালতে দায়ের করা নাশকতা মামলায় সকলকে জামিন দেওয়ার নির্দেশ প্রদান করেন রাষ্ট্রপতি। এতে আজ আদালতে কক্সবাজারে শতকের ও বেশি আসামীকে জামিন মঞ্জুর করে কারামুক্ত করেন।
এদিকে আটককৃত পি.এম.খালী ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো: হারুনর রশিদকে সাদরে বরণ করার জন্য ইউনিয়ন সহ উপজেলার নেতাকর্মীরা কারাগারে এসে ভিড় করে। তারা গাড়ি যোগে কারা নির্যাতিত হারুনকে ফুলের মালা পড়িয়ে শহরের আনাচে কানাচে মোটর সাইকেল শোডাউন করে। এ যেন বাংলাদেশে দ্বিতীয় বিজয়।
পরে রাত ৯টায় দিকে পি এম খালীর প্রাণকেন্দ্র চেরাংঘরের চৌমুহনীতে এসে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি এবং সকলকে সাথে নিয়ে সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনার প্রতিশ্রম্নতি প্রদান করেন। এসময় পি.এম.খালী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।