নিজস্ব প্রতিবেদক :
বিভিন্ন আন্দোলনে কারাভোগ করা নেতাকর্মীদের সম্মাননা দিয়েছে কক্সবাজার-৩ সংসদীয় আসনের আওতাধীন বিএনপি।
এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার শহরের জারা কনভারশন হলে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও আলোচনা সভা। এসময় বিএনপির আন্দোলনে অংশগ্রহণ করে নিহত হওয়া ৪ পরিবারকেও সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত নিবার্চনে না যাওয়ার সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মতে নেওয়া হয়েছে। যা বিএনপির সফলতা।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, কক্সবাজারে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের আন্দোলন- সংগ্রামের গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে আরো বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহ জাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।