শুক্রবার(০৬ জুন) কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান।
গেলো বৃহস্পতিবার রাতে শহরের হোটেল মোটেল জোনের লাইট হাউজ রিসোর্টের একটি কক্ষ থেকে হাত পা বাঁধা এবং মুখে প্লাস্টার লাগানো অবস্থায় কিশোর রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে নিহতের চাচা মো. আলমগীর জানায়, রিয়াদকে অপহরণ করে তানহা নামের এক যুবক” ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে তাদের পরিবারের কাছ থেকে।ৃ
সন্ধ্যার পর জেলা পুলিশের অভিযানে আটক হয় এই হত্যার প্রধান আসামী তানভীরুল হাসান তানহা। সে সদর উপজেলার ঝিলংজার পশ্চিম মুক্তারকুল এলাকার নুরুল হুদার ছেলে।