প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে সাধারণ পেশাজীবি, টমটম চালক, মাস্কবিহীন সড়কে চলাচল ব্যক্তিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে৷রবিবার (২৭জুন) সকাল থেকে কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ও বেসরকারি এনজিও সংস্থা অগ্রযাত্রার সহযোগিতায় পৌরসভা কার্যালয়ের সামনে এই মাস্ক বিতরণ করা হয়। এসময় বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে ১হাজার করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়। কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ নেজাম উদ্দিন জানান, এই করোনাকালিন সময়ে মাস্ক পড়া আমাদের জন্য বিশেষ দরকার। নিজেকে সুরক্ষা রাখতে মাস্ক কাজ করে। আমাদের এই করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণের মাধ্যমে একহাজার মানুষ আজ মাস্ক পরিধান করলো। বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলা ভিশন এর স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন, কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি, ওয়ান নিউজ এর বার্তা সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, যুগ্ন আহবায়ক দৈনিক রূপালী সৈকত এর ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হােশম, দৈনিক রূপালী সৈকত এর নির্বাহী সম্পাদক শেখ সেলিম, মুক্তির বানীর সম্পাদক আনোয়ারুল ইসলাম সিকদার, এম সেলিম, দৈনিক আজকের দেশবিদেশ এর রামু প্রতিনিধি মোঃ শওকত, আহবায়ক কমিটির সদস্য কফিল উদ্দিন, আমিন উল্লাহ, সাইদুজ্জামান প্রমুখ।