বার্তা পরিবেশক :
চলমান মহামারী ভাইরাস করোনা অাক্রান্ত দৈনিক অাজকের দেশবিদেশ সম্পাদক মোঃ অায়ুবুল ইসলাম, দৈনিক ইনকিলাব কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক ও মাইটিভির কক্সবাজার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের সুস্থতা কামনা করেছেন সাংবাদিক সংসদ কক্সবাজার নেতৃবৃন্দ।
গণমাধ্যমে প্রেরিত বার্তায় সুস্থতা কামনা করেন সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি অানোয়ার হাসান চৌধুরী (দৈনিক ঢাকা প্রতিদিন/Daily News Mail), সহ সভাপতি দর্পণ বড়ুয়া (দৈনিক ইত্তেফাক), মো: রেজাউল করিম (বাংলাদেশ বেতার-কক্সবাজার/দৈনিক অাজাদী), যুগ্ন সম্পাদক (সোহরাব হোসেন চৌধুরী (বিএনসিনিউজ), সাংগঠনিক সম্পাদক এস.এইচ মুক্তা (কক্সবাজার খবর বিডি), সদস্য অাবদুল করিম (দৈনিক অাজকের কক্সবাজার), মো: মীর মোশাররফ হোসেন (দৈনিক অাপনকন্ঠ), ছানাউল করিম, জসিম উদ্দিন (দৈনিক সকালের কক্সবাজার), সরওয়ার কামাল, জে.ইউ কাঞ্জরি, এস.সি বর্মন, এস.অাই কুতুবী (ফ্রিল্যান্স সাংবাদিক), শফিউল হক রানা (কক্সবাজার খবর বিডি), শাহ নেওয়াজ (ডেনাইটসংবাদ) ও তাসনিয়া হাসান তাহি (কক্সবাজার খবর বিডি)।
সাংবাদিক সংসদ নেতৃবৃন্দ বলেন, চলমান সংক্রমণ থেকে অাল্লাহ ৩ সাংবাদিকসহ অাক্রান্ত সকলকে সুস্থ ও সুন্দর রাখুক। করোনাকাল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে অানুক সে প্রত্যাশা রইলো।