#রক্তাক্ত_ফিলিস্তিন
শাহীন আবদুর রহমান
১৬ মে, ২০২১. কক্সবাজার।
————————————–
অগ্নি বারুদ ধোঁয়া ধূসরিত
আকাশে বাতাসে শংকা
যুদ্ধই যেথা জীবনের মানে
ক্ষণে ক্ষণে বাজে ডংকা।
ট্যাংকার চলে জমিনের বুকে
আকাশে বোমারু বিমান
এতটুকু তাতে টলে না তবুও
দেশপ্রেম তেজ ঈমান।
সারি সারি লাশ আহত শরীর
অশ্রু আহাজারি কান্না
ধ্বংসস্তুপে লড়ে যায় তবু
বুকে শহীদি তামান্না।
মানবতা মানে পালটে গেছে
অন্ধ বধির বিশ্ব
কপট মোড়ল ভাই বেরাদার
ঈমান হারিয়ে নিঃস্ব।
ইন্তিফাদা লড়াই জিহাদে
কাটছে রাত্রি দিন
আকসা গাজা জেরুজালেম
রক্তাক্ত ফিলিস্তিন।