মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
 সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুল সম্ভব -বাইশারীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার কাওছার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে : রামু সুজনের ইফতার মাহফিলে বক্তারা রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ লামায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের আত্মহত্যা পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার মহেশখালী প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাইশারী ইউনিয়ন যুবদল,ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাতারবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

দক্ষিণ চট্টগ্রামের প্রসিদ্ধ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এস.এম আকতার উদ্দিন চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারি) সকালে কলেজ পরিচালনা পরিষদের সভায় ৫ জন শিক্ষকের প্যানেলের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পান। এরপর সর্বসম্মতিক্রমে, বিধিগতভাবে ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ পদে নিযুক্ত হন। সভা শেষে সিদ্ধান্ত ঘোষণা দেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন। জনপ্রিয় শিক্ষক আকতার চৌধুরীকে অধ্যক্ষ হিসেবে পেয়ে শিক্ষার্থীরা বেশ আনন্দিত, উচ্ছ্বসিত। সিটি কলেজের মত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আকতার চৌধুরী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিযুক্ত হওয়ায় শিক্ষকরাও সন্তুষ্ট। তার দক্ষ পরিচালনায় এই কলেজ আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন শিক্ষকবৃন্দ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী জানান, শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা প্রদান, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নসহ কলেজকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে তিনি কাজ করবেন। এজন্য সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
অধ্যাপক আকতার চৌধুরী শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংবাদ পেশায় জড়িত রয়েছেন। তিনি কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজারের প্রথম ও সর্বাধিক জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিবিএনের সম্পাদক। বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের (বনপা) সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন আকতার চৌধুরী।
এদিকে, সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে সিবিএন পরিবার। গতকাল রবিবার দুপুরে চৌধুরী ভবনস্থ সম্পাদকীয় কার্যালয় প্রাঙ্গণে বার্তা সম্পাদক ইমাম খাইরের নেতৃত্বে সিবিএন পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সহকর্মীদের আন্তরিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান সম্পাদক আকতার চৌধুরী। এ সময় বিশেষ প্রতিবেদক আজিজ রাসেল, বলরাম দাশ অনুপম, নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলম শামস, আবদুল্লাহ সায়েম, আরোজ ফারুক, আশরাফ বিন ইউছুপ, তাহসিন হাসান, মো. আরিফ, আজিজুর রহমান রাজু, এইচ এম জালাল উদ্দিন, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ ইমরানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সংসদ, কক্সবাজার পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs