মঈন উদ্দিন মুরাদ:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ২.৯১ কিলোমিটার এলাকায় পরিবেশ ও প্রকৃতির গবেষণা করার জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বরি)।
৮ জুন শনিবার উখিয়ার মেরিন ড্রাইভ সংলগ্ন সোনার পাড়া এলাকায় এই বিচের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের সচিব আলী হোসেন।উদ্বোধন হওয়া এই বিচে পর্যটকসহ সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকার কথা রয়েছে।
দেশের প্রাণ ও প্রকৃতি গবেষণা করার জন্য বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বরি) এই বিচ ব্যবহার করে গবেষণাকে ত্বরান্বিত করবে। মূলত,পর্যটক ও সাধারণ মানুষের বিচরণ থেকে নির্দিষ্ট ২.৯১ কিলোমিটারে এই স্পটে গবেষণা করবেন গবেষকরা। এ বিষয়ে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের সচিব আলী হোসেন বলেন, আজকে যে কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে এটি কক্সবাজারের প্রাণ প্রকৃতি রক্ষা করার একটি উদাহরণ।এটি গবেষণার পাশাপাশি কক্সবাজারের প্রকৃতি রক্ষায় অনন্য ভূমিকা রাখবে।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব(মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এ্যাডমিরাল মোঃ খুরশেদ আলম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ( বিসিএসআইআর) এর চেয়ারম্যান ড. আফতাব আলী,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য সাবেক রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক বেনু কুমার দে, কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম প্রমুখ।