সরওয়ার সাকিব
সোমবার মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে কক্সবাজার শহরে প্রধান সড়ক উপসড়কে কর্দমাক্তে পরিণত হয়েছে । কোথাও হাঁটা-চলার মতো অবস্থা নেই। রিক্সা-সিএনজি চলতেও বাধা পাচ্ছে। পথচারীদের পা-ফেলতে হচ্ছে খুব সতর্কতায়। গাড়ির চাকার ধাক্কায় ময়লা পানি যাচ্ছে মানুষের গায়ে। এক দু:সহ অবস্থা।
রোজার দিন ও ঈদ মৌসুমে এ যেন এক ভোগান্তির শহর! ঘর থেকে বের না হলে এই কঠিন দৃশ্য অনুমান করা অসম্ভব। পর্যটন শহরের রুমালিয়ারছরা এলাকার প্রধান সড়ক খুঁড়ে খানা-খন্দ করে রাখা হয়েছে প্রায় ৩ মাস। বাজারঘাটা থেকে কৃষি অফিস সড়কের দক্ষিণ মাথা পর্যন্ত সড়কেরও একই দশা। সপ্তাহ-দু’য়েক হচ্ছে, এন্ডারসন রোড খুঁড়ে ফেলা হয়েছে। ক্ষতবিক্ষত সড়কে ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। প্রধান সড়কের উন্নয়ন কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। কউক চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব.)ফোরকান আহমেদ জানান কক্সবাজার শহরে ৫ কিলোমিটার রাস্তা কে আধুনিকায়নের জন্য ২৫৮ কোটি টাকার কাজ হাতে নেয়। উন্নয়নের এই কাজ আগামী বছর ২০২২ সালের জুন মাসের দিকে শেষ হবে এমনটাই জানান তিনি। তবে সামনের বর্ষা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই স্থানীয় জনগণের।