সরওয়ার সাকিব।
কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া এলাকার রাস্তার কাজ আধকাঁচা করে রাখার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। গত চার মাস আগে ড্রেন সংস্কারের জন্য করা খুঁড়া হয়েছিল ড্রেনটি। কিন্তু কাজটি পুরোপুরি সম্পূর্ণ না করে ফেলে রাখা হয়েছে। যার ফলে পানিতে ময়লা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে তা ছাড়াও এই খাদে পড়ে দুর্ঘটনা ঘটছে আহত হচ্ছে অনেকে। গত ১৫ জুন তারিখে আষাঢ় মাসের প্রথম বৃষ্টিতে এই রাস্তায় পানি জমে যার ফলে খাদটি দেখতে না পেয়ে মালবাহী গাড়ি উল্টে যায়। ভাগ্যবশত কেউ আহত না হলেও গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকারবাসীরা জানান প্রতিদিনই এমন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তারা। গত ৩ জুন তারিখে রাতের বেলায় খাদে পড়ে যায় অটোরিকশা চালক ও যাত্রী। এতে গুরুতর আহত হয় দুজনে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম সোহেল জানান কক্সবাজার পৌর এলাকার ১০ নং ওয়ার্ড এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজ গত ৪ মাস আগে শুরু করেছিল । কাজের জন্য খোঁড়াখুঁড়ি করে ফেলে রেখেছে। এতে রাস্তা সরু হয়ে গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে। তেমনি প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়তে হচ্ছে তারা ।স্থানীয় সচেতন মহল মনে করেন সম্পন্ন করা না হলে বড় কোন দুর্ঘটনার আশংকা করছে। এলাকাবাসীর দাবি আধকাঁচা কাজটি দ্রুত সম্পন্ন করে করে তাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে ।